হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর ১নারী সাংবাদিকের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট ১ নারী সাংবাদিক অভিযোগ দায়ের করেছেন। নারী সাংবাদিক হলেন-মোছাঃ চাঁদ সুলতানা চৌধুরী সাবানা।

সূত্রে, মাধবপুর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল ফয়সাল চৌধুরীর অশোভন ও অসম্মানজনক আচরণের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।

অভিযোগ সূত্রে জানাযায়, মোছাঃ চাঁদ সুলতানা চৌধুরী সাবান, ১জন নারী সাংবাদিক ও উদ্যোক্তা। আমি সবসময় ন্যায়ের পক্ষে, আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং সমাজের অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে কলম চালিয়ে আসছি। সম্প্রতি আমি মাধবপুর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তার কাছে অফিসিয়াল ইন্ট্রানাল ফাইল কীভাবে বাহিরে যায়, সে বিষয়ে তথ্য জানতে চাইলে উক্ত কর্মকর্তা অত্যন্ত অশোভন ও অসম্মানজনক আচরণ করেন। তিনি গত ০৭ অক্টোবর আমার সঙ্গে কথা বলার সময় বারবার সিগারেটের ধোঁয়া আমার মুখের দিকে ছুঁড়ে দিচ্ছিলেন, যা ছিল স্পষ্টভাবে অপমানজনক, অবমাননাকর ও হয়রানিমূলক আচরণ। একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ শুধু একজন নারী সাংবাদিককেই নয় বরং গোটা সাংবাদিক সমাজকেই অপমানিত করেছে।

এটি একজন নারী নাগরিকের মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতার উপর সরাসরি আঘাত। এছাড়াও, আমার বিরুদ্ধে পরবর্তীতে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালা ও স্বাধীনতাকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। আমি বিনীতভাবে অনুরোধ করছি, এই ঘটনার বস্তুনিষ্ঠ তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করুন, যেন ভবিষ্যতে কোনো নারী সাংবাদিক বা নাগরিক এমন আচরণের শিকার না হন।

তিনি উক্ত ঘটনাসহ ভবিষ্যতে কেউ যেন এমন পরিস্থিতির স্বীকার না হয় এবং কেউ না করে, এমন আশ্বাস নিয়ে ব্যবস্থার জন্য মাননীয় জেলা প্রশাসকের নিকট এই অভিযোগ করেন।

ইতি মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকেও উক্ত কর্মকর্তার সিগারেটের দোয়ার দৃশ্য ভাইরাল হয়েছে।

মন্তব্য করুন