হত্যা মামলায় চান্দগাঁও থানা ছাত্রদলের আহ্বায়কসহ ২’জন কারাগারে

অনলাইন ডেস্ক : মাঠ দখল নিয়ে সংঘর্ষে ছাত্রদলের ১ কর্মী নিহতের মামলায় আরেক ছাত্রদল নেতাসহ ২’জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন- চট্টগ্রামের চান্দগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক আবদুর রহমান ওরফে আলফাজ ও ছাত্রদলের কর্মী মো. পারভেজ।

আজ রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় ২ আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলেও আসামিরা দীর্ঘদিন আদালতে হাজির হননি। রবিবার হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।

গত বছরের ২০ সেপ্টেম্বর নগরের পুরাতন চান্দগাঁও এলাকায় চান্দগাঁও স্পোর্টস জোনে যুবদলের ২ পক্ষের সংঘর্ষে জুবায়ের উদ্দিন (২৬) নামের ১ যুবক নিহত হন। টার্ফের (কৃত্রিম ঘাসের মাঠ) দখল নিয়ে যুবদলের এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।পূ

মন্তব্য করুন