খবর ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাতকানিয়া–লোহাগাড়ার সাবেক এম.পি মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম সৌদী আরব গমনের উদ্দেশ্য রওয়ানা করেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫ টা ৪০ মিনিটে তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তিনি মক্কা – মদীনায় পবিত্র ওমরাহ পালন শেষে পর্যায়ক্রমে আরও কিছু দেশে গমন করবেন বলে জানা গেছে।