সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু

ডেস্ক : আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির ১ম জাতীয় কাউন্সিল সোহরাওয়ার্দী উদ্যানে আজ সকাল ১০টায় শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এবি পার্টির আহবায়ক মেজর অব. প্রফেসর আব্দুল ওহাব মিনার।

৪বছর আগে করোনাকালীন এক দুঃসময়ে এবি পার্টি প্রতিষ্ঠান সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ছাত্র জনতার জুলাই অভুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। তিনি বলেন, হাসিনার শাসন আমলে প্রতিটি দিন ছিল এই জাতির জন্য দুঃস্বপ্ন। তিনি আরো বলেন, ঘুনে ধরা এই সমাজটিকে বদলে দেয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া এবি পার্টির আজকের জাতীয় কাউন্সিল ও নির্বাচন অবশ্যই আনন্দের। এজন্য তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।

জাতীয় সংগীতের পর মুক্তিযোদ্ধা ও ২৪ এর গণ অভ্যুত্থানের এক শহীদের মাকে নিয়ে শান্তির পায়রা উড়িয়ে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ইতোমধ্যেই অনুষ্ঠানস্থলে এসে পৌছাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মহাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চীনা রাষ্ট্রদূতসহ অতিথিবৃন্দ।

গতকাল থেকেই সারা দেশের প্রায় ৩ হাজার কাউন্সিলারবৃন্দ এসে পৌছাঁন অনুষ্ঠানস্থলে। গতকাল ছিল এবি পার্টির প্রেসিডেন্ট নির্বাচন।
আজ এই অনুষ্ঠানেই ঘোষণা করা হবে নতুন প্রেসিডেন্টের নাম।ই

মন্তব্য করুন