
মোঃ মানিক,(সোনারগাঁ নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার হাটে-ঘাটে, অলি-গলিতে পাড়া মহল্লায় বিভিন্নস্থানে ছড়িয়ে পড়েছে মাদক, গাঁজা, ফেনসিডিল, বিয়ার ও ইয়াবাসহ মাদকের ভয়াবহতা। যেকোন সময় হাত বাড়ালেই পাওয়া যায় মরণ নেশা মাদক। মাদকের ভয়াল থাবায় জড়িয়ে বিপদগামী হয়ে পড়ছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ যুব সমাজ ও উঠতি বয়সের তরুনরা। বাদ পড়ছেন না সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলেরাও। মাদকের করাল গ্রাস থেকে এখনই সোনারগাঁয়ের যুবকদের রক্ষা করতে না পারলে অচিরেই মেরুদন্ডহীন হয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন স্থানিয় সচেতন জনগোষ্টি। মাদক প্রতিরোধে সম্প্রতি,আশারিয়া চর গ্রামে রমরমা ব্যবসা চলছে,এলাকাবাসী, মুখ খুললেই হুমকি দেয় এই মাদক ব্যবসা সেইটার দাতা হল সোনারগাঁয়ের বিএনপি নেতা আব্দুর রউফ এবং জলিল তার সাথে জড়িত আছে আব্দুর রব এবং জলিলের ছোট ভাই লতিফ ওরুফে ফেন্সি লতিফ আর সাথে জড়িত আছে সোনারগাঁয়ের কুখ্যাত সন্ত্রাস সেলিম ওরুফে অস্ত্র সেলিম ডাকাতের সরদার একাধিক মামলার আসামি রাতের আধারে সেলিমের মাদক ব্যবসা ও ডাকাতি ভয়াবহ রুপ নেয়, এভাবেই চলে
তাদের ত্রাসের রাজত্ব এলাকাবাসী কিছু বলতে পারেনা এমন চলতে থাকলেন যুব সমাজ ধ্বংসের পথে যাবে আষারিয়াচর, এলাকাবাসী কিছু বলতে গেলে জলিল এসে ভয় দেখায় আসুন আমরা সকলে একাত্ম হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানাই।