
যতদিন আমরা দেশকে ভালবাসতে শিখবোনা, ততদিন আমরা স্বাধীনতার সুফল পাবনা
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম ঐতিহ্যবাহী সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে জাগজমক ভাবে মহান স্বাধীনতা দিবস পালন কালে প্রধান অতিথি একথা বলেন।
আজ ১৬ ডিসেম্বর বিকাল ৪ টায় প্রেসক্লব মিলনায়তনে ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুন সভাপতিত্বে ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনা আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও কেএম রফিকুল ইসলাম। তিনি বক্তব্যে আরো বলেন, আমরা আজ পরাধীন হলেও দেশকে প্রকৃতভাবে ভালবাসতে শিখিনি,ঘুষ, দূর্নীতি,লুটতরাজ,বন্ধ করতে হবে, তাজলেই এদেশ উন্নতি হবে।
অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরীর বক্তব্য শেষে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাজী মোহাম্মদ সালাউদ্দিন, ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন,উত্তর জেলা বিএনপির সদস্য সামছুল আলম আজাদ, জামায়াতে ইসলামের মিডিয়া সমন্নয়কারী, মোঃ আবুল হোসেন, মুক্তিযুদ্ধা কমান্ড বীর মুক্তিযুদ্ধা আবুল মনছুন, পৌর বিএনপির সদস্য সচিব ছারে আহমেদ সলু,
জামায়াতের উপজেলা সাবেক আমির মৌলানা তৌহিদুল হক চৌধুরী প্রমূখ। সভা শেষে সকলকে মুষ্টি মুখ করানো হয়।