সীতাকুণ্ড উপজেলা পরিষদ’র উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

খবর ডেস্ক : চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা পরিষদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনকালে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড উপজেলা ইউএনও কে এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
আজ শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধা আবুল মনসুর। তিনি সীতাকুণ্ড প্রথম পাক বাহিনী প্রবেশ ও যুদ্ধকালীন স্মৃতির বর্ণনা দিয়ে স্মৃতিচারণ করেন।
তাহার বক্তব্যে ওঠে আসে যুদ্ধকালীন সীতাকুণ্ডে হানাদার বাহিনীর লোমহর্ষক হত্যা ও নির্যাতনের চিত্র।
উপজেলা কৃষি সম্প্রসারণ সহকারী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুদ্দিন রাশেদ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মুনা বড়ুয়া প্রমুখ।তাছাড়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্ত, সমবায় কর্মকর্তা, গ্রাম্য সালিশী আদালত কর্মকর্তা সহ বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন