সিলিন্ডারে নকল গ্যাস ভরে প্রতারণা, আটক- ২

জব্দ করা হয়েছে শতাধিক সিলিন্ডার

নিজস্ব প্রতিনিধি : ফটিকছড়িতে প্রতারণার আশ্রয় নিয়ে ইউনি গ্যাস সিলিন্ডারে পানি–বাতাস–গ্যাস ভর্তি করে বাজারজাত করার সময় পিকআপ ভর্তি শতাধিক সিলিন্ডারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজার হতে সিলিন্ডারসহ গাড়িটি আটক করা হয়।

আটককৃতরা হলেন, পিকআপ চালক মো. সালেহ (২২) ও সহকারী মো. সাঈদ (২৩)।

ভূজপুর থানার ওসি মাহবুবুল হক সাংবাদিকদের জানান, ফটিকছড়িতে একটি চক্র বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারে ফিলিং স্টেশনের গাড়িতে ব্যবহৃত গ্যাস ভর্তি করে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে অপরাধীদের গাড়ি ভর্তি মালামালসহ আটক করা হয়েছে। এই নিয়ে ইউনি গ্যাস সিলিন্ডারের আবাসিক ম্যানেজার বাদী হয়ে থানায় মামলা করেছেন।আ

মন্তব্য করুন