সিনেমা থেকে দূরে, নিজস্ব কর্মে ব্যস্ত অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক : একটা সময় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নায়িকা হিসেবে দারুণ সফলতা পেয়েছেন অপু বিশ্বাস। তবে শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর তারা আর একসঙ্গে ছবি করছেন না। এ সময়ে অন্য নায়কের সঙ্গে যে ক’টি ছবিতে অপু অভিনয় করেছেন, তার একটিও ব্যবসায়িকভাবে সেভাবে সফলতা লাভ করেনি। দর্শকপ্রিয়তার দিক দিয়েও এসব ছবিতে পিছিয়ে ছিলেন তিনি। বর্তমানে অপু বিশ্বাসের হাতে সিনেমার কাজ তেমন একটা নেই। সিনেমা থেকে দূরে থেকে বরঞ্চ তিনি ব্যস্ত সময় পার করছেন শোরুম উদ্বোধনের অতিথি হয়ে। পাশাপাশি ফটোশুটেও অংশ নিচ্ছেন। তার নিজের একটি রেস্টুরেন্টও রয়েছে। এ ছাড়াও ইউটিউব কনটেন্ট নির্মাণে ব্যস্ত রেখেছেন নিজেকে। সেসব কনটেন্ট তিনি নিজের ইউটিউব চ্যানেলের জন্যই করে থাকেন। সম্প্রতি অভিনেত্রী জানান, গত কয়েক মাস ধরে নিজের সৃজনশীলতাকে নতুন করে উপস্থাপনের জন্য বিভিন্ন ফ্যাশন ফটোশুট, কনটেন্ট নির্মাণ এবং প্রচারমূলক ইভেন্টে অংশ নিয়েছেন। একদিকে নতুন লুক ও স্টাইলের মাধ্যমে তিনি ভক্তদের মাঝে আগ্রহ জাগাতে সক্ষম হয়েছেন, অপরদিকে ব্যবসায়িক পরিকল্পনা ও শোরুম উদ্বোধনের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন। অপু বলেন, ২০০৭ সাল থেকে আমার পথ চলা। ২০১৫ এর আগ পর্যন্ত আপনারা আমাকে সিনেমার পর্দা ছাড়া অন্য কোথাও দেখেননি। কিন্তু বর্তমান সময় কিছু শিল্পীরা এসেছেন যারা সিনেমা সেইভাবে করতে না পেরেও কিন্তু আমার থেকে বেশি এন্ডোসমেন্ট নাম লেখাচ্ছেন। একজন অভিনেত্রী হিসেবে আমি যখন সিনেমা করেছি, তখন খুব মনোযোগ দিয়ে করেছি। তখন আমাকে কোনো সাংবাদিক ভাইয়েরাও খুঁজে পাননি। আমার ফোন নম্বরও তাদের কারও কাছে ছিল না। কিন্তু এখন সাম্প্রতিক সময় আর্টিস্টরা যেকোনো একটা সিনেমা করতেই যেভাবে এন্ডোসমেন্ট করছে, সেক্ষেত্রে তো খুব বুঝেই কাজ করছি।মা:সূ।

মন্তব্য করুন