সাহায্যের আবেদন

“আমি বাঁচতে চায়”

“বিরল হৃদরোগে আক্রান্ত – রোদশী আচার্য্য”

আমি রোদশী আচার্য্য, বয়স – ৭বছর, আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি।

আমার এই সময় মা-বাবার সঙ্গে খুনসুটি, দৌড়াদৌড়ি, স্কুলের ব্যাগ নিয়ে পড়ালেখায় ব্যস্ত সময় পার করার কথা। কিন্তু এই সময় বিরল হৃদরোগে আমাকে কাবু করে ফেলেছে এখন আমি ঠিক মতো খাবারও খাইতে পারিনা। যার কারনে আমার স্থান হয়েছে এখন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালের ওয়ার্ডে। আর্থিক অভাবের কারণে উন্নত চিকিৎসা করতে পারছে না আমার পরিবার। আমার হৃদয় পরিবর্তন করতে হবে, সেজন্য- একটি মেশিন লাগানোর জন্য ভারতে যাওয়া খুব দরকার, যার দাম বাংলাদেশী টাকায় ৩০-৪০ লক্ষ টাকা যা আমার পরিবারে পক্ষে খরচ করা অসম্ভব।

এমতাবস্থায় আপনাদের আর্থিক সাহায্য খুব জরুরি। আমি নতুন করে বাঁচতে চায়, স্কুলে যেতে চায়। দয়া করে সবাই আমার জন্য একটু সাহায্যের হাত বাড়ান।

০১৬৮১-১২২০৩৭ (বাবা) (বিকাশ-রকেট-নগদ)

One Bank PLC (মা)
AC # 0942240003613

AC Owner- Punam Acharjee

Branch- Colonel hat

মন্তব্য করুন