সাবেক ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের একান্ত সহযোগী তারেক আটক

চট্টগ্রাম নগরীতে মোঃ তারেক (৩৭) নামে ১ সদস্যকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে, আজ বৃহস্পতিবার সকালে নগরীর বেপারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ঐ ব্যক্তি ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের একান্ত সহযোগী সদস্য ছিলেন। মোঃ তারেক নগরীর চান্দগাঁও থানাধীন বেপারী পাড়া এলাকার আব্দুর রহমান সওদাগর বাড়ি মৃত মোঃ ইউসুফের ছেলে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ঐ ব্যক্তি চান্দগাঁও থানার মামলা নং-১১ এর আসামি ছিলেন।

চান্দগাঁও থানার ওসি মোঃ আফতাব উদ্দিন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে আইন অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।ই

মন্তব্য করুন