সাবেক এমপি শিউলী আজাদ ৮ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি : আওয়ামী লীগের সংরক্ষিত আসনের (৩১২) সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত রোববার রাতে ঢাকার গুলশানের নিকেতন এলাকায় নিজের বাড়ি থেকে শিউলী আজাদকে প্রথমে আটক করা হয়। পরে সরাইলের লিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রোববার রাতেই তাকে সরাইল থানার এসআই আব্দুর রহমান খান পাঠানের জিম্মায় দেয়া হয়। সোমবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের প্রার্থনা করেন সরাইল থানা পুলিশ। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে মাওলানা মো. সুলতান উদ্দিন বাদী হয়ে গত ৩রা সেপ্টেম্বর সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ভিকটিম ব্যাটারি চালিত রিকশাচালক লিটন নোয়াগাঁও ইউনিয়নের আইরল গ্রামের মুজান মিয়ার ছেলে। এই মামলার ৪ নম্বর আসামি সাবেক এমপি শিউলী আজাদ। এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মো. হাবিবুল্লাহ সরকার বলেন, শিউলী আজাদকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আসামিপক্ষের আইনজীবী মো. জয়নাল উদ্দিন বলেন, অসৎ উদ্দেশ্যে বাদী মামলাটি দায়ের করে একজন সাবেক সংসদ সদস্যের মানহানির চেষ্টা করছেন। হত্যা মামলার অন্যতম উপাদান সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন এই মামলায় নেই। নিহত লিটন মিয়ার সাথে বাদী সুলতান উদ্দিনের কোন ধরনের আত্মীয়তার সম্পর্ক নেই। লিটনের আপন ছোট ভাই মামুন মামলাটি দায়ের করায় বাদী সুলতান উদ্দিনের উপর ক্ষুব্ধ হয়ে আছেন।মা

মন্তব্য করুন