
খবর ডেস্ক : সাতকানিয়ায় অগ্নিকান্ডে পুড়ে ২ বসতঘর ছাই হয়ে গেছে। ১১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দেলোয়ারের বসত বাড়ির রান্নার মাটির চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ ঘটনায় দেলোয়ার এবং কামালের ২টি সেমি পাকা বসতঘর ও আসবাবপত্রসহ পুড়ে যায়। এতে ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ফিরোজ কুতুবী জানান, “বিকাল ৪ টা ৩৫ মিনিটে অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের অগ্নি নির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। কর্মীদের অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে।
আনুমানিক লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়। ততক্ষণে ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
অগ্নিকান্ডের খবর পেয়ে সাতকানিয়া পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদের নেতৃত্বে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শণ করেন।