সাতকানিয়ার মসজিদ উদ্বোধনে শাহ জাহান চৌধুরী

নিজস্ব প্রতিনিধি : সাতকানিয়া ছোট ডেমশা লতা ফকির পাড়ার নব-নির্মিত জামে মসজিদ উদ্বোধন করেন সাতকানিয়া লোহাগাড়ার আপামর জনসাধারণের নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম -১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

এই সময় তিনি সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। দেশ, সমাজ ও রাষ্ট্রের উন্নতির স্বার্থে মসজিদের খতীবদের আলোচনাকে আরো বেশি যুগোপযোগী করে গড়ে তোলার তাগিদ দেন। পাশাপাশি মুসল্লীদেরকে ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য আহবান জানান।

মন্তব্য করুন