ডাঃ কলিম উল্লাহ, নিজস্ব প্রতিনিধি : সাতকানিয়া বারদোনা শাহ আকামুউদ্দিন ( রহঃ) হেফাজখানা ও এতিমখানার শুভ উদ্বোধন ও ছবক প্রদান অনুষ্ঠান মাষ্টার মোঃ মহিউদ্দিনের সঞ্চালানায়ে বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর চট্টগ্রাম বিএস গ্রুপের চেয়ারম্যান জনাব এস, এম, মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক মাওলানা আইয়ুব আলী আনসারী, বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল্লাহ আল আমিন আজহারি, মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ কারী মাওলানা আনোয়ার হক, হাফেজ কারী শহিদুল মোস্তফা, মাওলানা আবুল কালাম, সভাপতির বক্তব্যে বলেন, আমাদের রসুল (সাঃ) বিদায় হজ্বের সময় অনেক সাহাবি গলায় কোরআন হাজির হয়ে ছিল। প্রত্যেক টি ঘরে অন্তত ১'জন ও কোরআনের হাফেজ বানান। কোরআন শিক্ষা দিয়ে ছেলে হাফেজ করলে আপনার জন্য জান্নাত পাওয়া কোন ব্যাপার নয়। এ সময়ে উপস্থিত ছিলেন, শাহ আকামুউদ্দিন রহঃ হেফাজখানা পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মাওলানা এরফান হক চৌধুরী, ডাঃ আব্দুল কাদের, মোঃ দেলোয়ার হোসেন ভুট্টো, মোঃ সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম, এবং ধর্মপ্রাণ মুসলমান দের উপস্থিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয় ।