
ডাঃ মোঃ কলিম উল্লাহ : গতকাল ২১ জুন, শুক্রবার বিকেল তিন টায় সাতকানিয়া বারদোনা ডিপুটি হাট মার্ট প্রাঙ্গণে ডেপুটি হাট প্রিমিয়ার লিগের ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ ইং অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চানালয়ে এবং চট্টগ্রাম কোর্টের আইন জীবি সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুল রশিদ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবদুল আলিম, প্রধান গেস্ট অপ অনার হিসেবে উপস্থিত ছিলেন পিওরিয়া ফুড প্রোডাক্টের এম,ডি মোহাম্মদ কফিলউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আজিজুল হক, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের ইউ,পি সদস্য আবদুল মান্নান মেম্বার, মোহাম্মদ আকতার, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ তারেক প্রমূক।
ডেপুটি হাট প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল টুর্ণামেন্ট খেলায় একতা তরুণ সংঘ স্টার ক্লাবের ২-০ গোলে জাবেদ এন্ড জাহেদ একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ান চিনিয়ে নেন।
চ্যাম্পিয়ান পক্ষে গোল করেন দলের দক্ষ ফরোয়ার্ড জয় এবং রমিজ। খেলার শেষে সভাপতি বিশিষ্ট আইন জীবি মোহাম্মদ বজলুল রশিদ মিন্টু বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন এবং তিনি বলেন সব জায়গায় একটা হারজিত আছে, তবে যারা আজকের খেলায় হেরে গেছেন, তোমরা আগামী দিনে আরো ভালো করার চেষ্টা করবে। সবাই কে ধন্যবাদ জানিয়ে খেলার অনুষ্ঠান সম্পন্ন করেন।