
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বরমা জোয়াদার মুখ এলাকার আলতাফ মাস্টারের বাড়ির জনাব নুরুল আলম সাহেব ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। সূত্রে, তিনি বহু বছর যাবত সাতকানিয়া উপজেলাস্থ কেরানিহাটের বায়তুশ শরফ হোটেলের ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
সূত্রে, তিনি রাতে আরো কয়েকজনের সাথে মিলে একটি বাসায় রুম শেয়ার করে থাকতেন।
গতকাল ১০ জুলাই, বুধবার সারাদিন ডিউটি করে রাতে নিজ বাড়িতে চলে যান। ঐদিন যাওয়ার পূর্বে বাসা ভাড়াও দিয়ে গেছেন। ঐদিন রাত্রেই সে শেষ নি:শ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করেন।
সে একজন ভাল মানুষ হিসেবে পরিচয় অর্জন করে এবং তা মৃত্যুরপর প্রকাশ হয়। মরহুমের ৩ মেয়ে ১ ছেলে। ২ মেয়ে বিবাহিত। ছোট মেয়ে অনার্সে অধ্যয়নরত। একমাত্র ছেলেটি এইচ এস সি পরীক্ষার্থীসহ অনেকগুণগাহি রেখে যান।