নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার, অবনতিশীল আইন শৃংঙ্খলা পরিস্থিতি উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবীতে এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবী'তে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র ২২শে ফেব্রুয়ারী বিশাল জনসভা সফল করার লক্ষ্যে সাতকানিয়া উপজেলা বিএনপি'র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট সিটি সেন্টার দলীয় কার্যালয়ে সাতকানিয়া উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক আহমদুল হক সিকদারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক জামাল হোসেন।
প্রধান অতিথি বলেন, সংস্কারের বাহানা দিয়ে নির্বাচন বিলম্বিত করলে জনগণ তা মানবে না। বিএনপি সংস্কারের বিরুদ্ধে নই। দ্রব্যমূল্য এখনও সহনীয় পর্যায়ে আসে নি। আইনশৃঙ্খলা অবনতি ঘটেছে এবং স্তরে স্তরে দূর্নীতি ও ঘোষ বেড়েই চলেছে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্রের পতিত খুনি হাসিনা সরকারের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপি'র সদস্য সচিব গোলাম রসূল মোস্তাক,সাতকানিয়া পৌরসভা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ রফিক উদ্দিন, যুগ্ম আহবায়ক ছৈয়দ বাহা উদ্দিন, আনোয়ার হোসেন চৌধুরী, সাতকানিয়া পৌরসভা যুবদল আহবায়ক এস এম জাহেদ, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন মাহী, ছদাহা ইউনিয়ন বিএনপি আহবায়ক মিজানুর রহমান টিপু, ডেমশা ইউনিয়ন বিএনপি আহবায়ক কামাল সিকদার, মাদার্শা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী, বিএনপি নেতা আবু ছালে, মোহাম্মদ আলী, আবুল কালাম,আবু ফয়েজ, নুরুল কবির, মোঃ তারেক ও জমির উদ্দিন প্রমুখ।