সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন দোকানে অভিযান

মোহাম্মদ কলিম উল্লাহ, বিশেষ প্রতিনিধি: অদ্য ০২/০৩/২৫ তারিখ দুপুর ১ টায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম।

অভিযানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন, পণ্যের মজুত পর্যবেক্ষণ করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২ জন কে ২ টি মামলায় ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

জনস্বার্থে উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন