সাতকানিয়ার সাবেক চেয়ারম্যান আসলাম মির্জা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা আসলাম মির্জা রিমন (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) রাতে নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতেখারউদ্দিন বলেন, “আসলাম মির্জা রিমনকে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসলাম মির্জা রিমন দক্ষিণ ঢেমশা চেয়ারম্যানবাড়ির মৃত সরওয়ার জামালের ছেলে। তিনি ঢেমশা ইউপির সাবেক চেয়ারম্যান এবং যুবলীগের সক্রিয় নেতা।

মন্তব্য করুন