সাতকানিয়ার সাংবাদিক গিয়াস উদ্দিনকে হত্যা চেষ্টার বিচার শুরু

সাতকানিয়ার সাংবাদিক গিয়াস উদ্দিনকে হত্যা চেষ্টায় বিচার শুরু হয়েছে। সূত্রে, বারদোনার চাঁদাবাজ, প্রতারক ও বিভিন্ন অপকর্মকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সাংবাদিক গিয়াস উদ্দিনকে গরম তৈল মেরে হত্যা চেষ্টা করে। উক্ত বিষয় নিয়ে গিয়াস উদ্দিন বাদী হয়ে মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করে। যার নং-৫৩২/২০২২ইং। উক্ত মামলায় জামিনের আবেদন করলে জামিনের আবেদন নামঞ্জুর করে ১নং আসামি চম্পাকে কারাগারে প্রেরন করে মাননীয় আদালত। এতে অন্তত টানা ১৪দিন কারাভোগের পর বের হয়। উক্ত মামলায় অন্যান্য আসামিদেরকে খালাস দিলেও ১নং আসামী চম্পা আক্তারকে খালাস দেয়নি। জামিনে বের হবার পর থেকে উক্ত আসামীরা বাদীর বাড়ি ঘরে হামলাসহ নানা অপকর্মের ঘটনা করে। এরপরও নিজেকে নির্দোষ ও সাধু সাজতে এবং জেল কাটার প্রতিশোধ নিতে পুলিশকে বশ করে বাদীর বিরুদ্ধে একটি মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা করে। বর্তমানে উক্ত মামলাটি চলমান আছে। এদিকে বাদিকে হত্যা চেষ্টার মামলায় বিচার শুরু হয়ে সাক্ষ্যগ্রহন চলছে। বাদী গিয়াস উদ্দিন প্রকৃত ঘটনা বিচারের মাধ্যমে উক্ত অপকর্মকারির শাস্তির দাবি এবং উক্ত মিথ্যা মামলা থেকে অব্যাহত দেয়ার জন্য দাবি জানিয়েছেন। বর্তমানে বাদী গিয়াস উদ্দিন আসামীদের জুলুম নির্যাতন, মিথ্যা মামলায় হয়রাণি, তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী কর্তৃক প্রাণে হত্যার ভয়ে নিজ বাড়ি ও এলাকা ছেড়ে অন্যত্র মানবেতর জীবন যাপন করছে।

মন্তব্য করুন