সাতকানিয়ার দেওদিঘী বাজারে অভিযান, কারাদন্ড

সাতকানিয়া দেওদেঘী বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে রুপসান সয়াবিন তৈল প্যাকেজিংএ অভিযান চালিয়েছন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। ছবি-প্রতিনিধি।

মোঃ কলিম উল্লাহ : সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা ফারিস্তা করিম মহোদয়ের নেতৃত্বে দেওদিঘী বাজারের পূর্বে পাশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

গত ৫ মার্চ, বুধবার অনিবন্ধিত ও অস্বাস্থ্যকর পরিবেশ রুপসান সয়াবিন তৈল প্যাকেজিংও মার্কেটিং দায়ে জনাব মোঃ ইউনুসকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- ক্যাপ্টন মোঃ পারভেজ। এসময় প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করি আমি ডা: মো: কলিম উল্লাহ, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সরওয়ার কামাল। সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যগণ, পুলিশ সদস্য ও ভূমি অফিসের স্টাফ গণ।

মন্তব্য করুন