টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান।
মো: গিয়াস উদ্দিন, আমাদের খবর: সারাদেশের ন্যায় সাতকানিয়ায়ও জোরদারভাবে পরিচালিত হচ্ছে শিশুদের টাইফয়েড টিকাদান কর্মসূচী। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে এ টিকা দেয়া হচ্ছে। গত ১২ অক্টোবর হতে শুরু হওয়া এ কর্মসূচী আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। ১২ অক্টোবর হতে ২১ অক্টোবর পর্যন্ত ১০ দিনে সাতকানিয়া উপজেলায় ৫৪৯৫৮ জন শিশুকে এই টিকা প্রদান করা হয়েছে। উপজেলায় টিকাদানের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১,১৪,২৯২ জন। মোট রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ৭৪৬৬১ জন। রেজিস্ট্রেশনের শতকরা হার লক্ষ্যমাত্রার ৬৫.৩৩%। ২১ অক্টোবর পর্যন্ত ১০ দিনে লক্ষ্যমাত্রা ছিল ৫৬৮০৮ জন। টিকা গ্রহণ করেছে ৫৪৯৫৮ জন। অর্জনের শতকরা হার ৯৬.৭৪%।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান কর্মসূচীর সাফল্য এবং শক্তিশালীকরণের লক্ষ্যে আয়োজিত ১ সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোজাম্মেল হক, মেডিকেল অফিসার (আইসিটি) ডা. এনামুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, মেডিকেল অফিসার (এসআইএমও) ডা. এ এফ এম জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার কামরুল বাশর ওমর ফারুখ, যুব উন্নয়ন অফিসার মুহাম্মদ শামসুদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশিষ বরণ দেব, সাতকানিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, দৈনিক সাঙ্গু প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ বেলাল হোছাইন, ব্র্যাকের সাতকানিয়া উপজেলা ম্যানেজার মোহাম্মদ ইবরাহীম এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা আব্দুল মজিদ প্রমূখ।
সভায় জানানো হয়, এই টিকা সম্পূর্ণ হালাল এবং স্বাস্থ্য সম্মত। বাংলাদেশ সরকার টিকাদান কর্মসূচীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছে। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে টিকাদান কার্যক্রমে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী স্বীকৃত। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে 'টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫' এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেয়া হবে।