সাতকানিয়ায় সাহাব উদ্দীন হত্যা মামলার ২ আসামিসহ গ্রেফতার- ৩

খবর ডেস্ক :
সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আলোচিত সাহাব উদ্দীন হত্যা মামলার আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহরিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গত ২৪ ফেব্রুয়ারি সংঘটিত আলোচিত সাহাব উদ্দীন হত্যা মামলার এজাহারভুক্ত ১নং আসামি উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছড়ারকুল এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র মোঃ শহিদুল ইসলাম প্রঃ ডাকাত শহীদ (৪০) এবং মামলার তদন্তে প্রকাশিত আসামি মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মধ্যম মাদাশা মিয়ার বর পাড়ার আলী হোসেনের পুত্র মোঃ আব্দুল আজিজ (৩৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

অপর এক অভিযানে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অপহরণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দয়ার পাড়ার আঃ ছালামের বাড়ীর আবু তাহেরের পুত্র নেজাম উদ্দীন প্রকাশ হাছানকে (২৩)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

সাতকানিয়া থানার ওসি (তদন্ত) আতাউল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, বিশেষ অভিযানে আলোচিত সাহাব উদ্দীন হত্যা মামলার ২ আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার পৌরসভা ২নং ওয়ার্ড বণিকপাড়া সুবেদার পুকুরপার এলাকায় হাত ভাঙা ও পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় দিনমজুর সাহাব উদ্দিনের লাশ।
নিহত মোঃ সাহাব উদ্দীন (৩৫) উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম মাদার্শা সাছি বেপারী পাড়ার নুর আহমদ এর পুত্র।

মন্তব্য করুন