
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় তালগাঁও আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এহছানুল করিম-এর সভাপতিত্বে ও ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব গোলাম রসূল মোস্তাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চরতী
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইউনুস মেম্বার, সদস্য সচিব আবু ছৈয়দ চৌধুরী, সিনিয়র যুগ্ম-আহবায়ক ডঃ মঈনুদ্দিন, চরতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন শামীম, মোহাম্মদ শাহাজাহান, মাস্টার মোহাম্মদ ইসমাইল, আবু তাহের সওদাগর, কাঞ্চনা ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জসিম উদ্দিন, ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ছগির আহমদ, ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ মোক্তার, ছৈয়দ আহমদ, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, যুবদল নেতা ইকবাল হোসেন রুবেল, আনছারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক চরতী ইউনিয়ন যুবদল নাজমুল হাসান সম্রাট, আবু তৈয়ব, আবদুর রহমান, আবছার উদ্দিন, শ্রমিক দল নেতা মোহাম্মদ নাসির উদ্দীন, মহিলানেত্রী রিজিয়া বেগম, ছাত্রদল নেতা মোহাম্মদ সামি, আদনান, ইমতিয়াজ উদ্দিন শুভ, আদিবসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।