সাতকানিয়ায় মাটি কাঁটার দায়ে ১ ফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমান অভিযানে ১ ব্রিক ফিল্ডকে ১লাখ টাকা জরিমানা করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সাতকানিয়া উপজেলার ছনখোলা এলাকায় মাটি কাঁটার অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
অভিযানের সময় উক্ত এলাকায় মাটি কেটে নিজ ব্রিক ফিল্ডে দেয়ার বিষয়টি স্বীকার করায় HAB ব্রিক ফিল্ডের ম্যানেজার মো: তানিম(৩৮), পিং-আইয়ুব আলী, সাং- কাঞ্চননগর, চন্দনাইশ কে বালুমহাল ও মাটি ব্যবস্হাপনা
আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১,০০,০০০/- (১ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি আরো বলেন এ সময় পার্শ্ববর্তী ব্রিক ফিল্ড গুলোতে গেলে অফিসসমূহ বন্ধ পাওয়া যায়।
অভিযানে সহায়তা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন