সাতকানিয়ায় মাটির দেয়াল ধসে কিশোর শাহেদ আলমের মৃত্যু

মো: গিয়াস উদ্দিন : সাতকানিয়া উপজেলায় ১টি বসতঘরের মাটির দেয়াল ভাঙার সময় দেয়ালটি ধসে মো. শাহেদ আলম (১৭) নামে ১ কিশোরের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (১৪ মে) রাত ৮ টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. শাহেদ আলম (১৭) একই এলাকার আবুল বশরের ছেলে বলে জানাযায়।

বিভিন্ন সূত্রে জানা যায়, নিহত মো. শাহেদ আলমের প্রতিবেশী মো. খালেক তার বসতঘরের ১টি মাটির দেয়াল ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সেটি ভাঙার কাজ শুরু করেন। ওই সময় নিহত শাহেদ তার প্রতিবেশী খালেককে দেয়ালটি ভাঙার কাজে সাহায্য করতে গেলে মাটির দোয়ালটি ধসে তার উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, একটি মাটির দেয়াল ভাঙার সময় দেয়ালটি ধসে ১ কিশোরের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।আ

মন্তব্য করুন