খবর ডেস্ক :
চট্টগ্রামের সাতকানিয়া এলাকা ভিত্তিক জবরদখল মূলক জায়গা দখল দারিত্বের প্রতিযোগিতা, কোন ঘটনা বা শালিশ বিচারে পক্ষ-পাতিত্ব, প্রতি এলাকায় চুরি-ডাকাতি, মোটর সাইকেল মহড়া, রাস্তা বা ঘরেও মেয়েদের উত্ত্যাক্ত করা, কু-প্রস্তাব দেয়া, তাদের কথায় সারা না দিলে অপপ্রচার করে মাণক্ষুন্ন করা, নেশা সেবক ও নেশা ব্যাবসায়ি, চাঁদাবাজী, ছিনতাই ও অপহরণ, সন্ত্রাসীসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে কিশোরগ্যাং ও এলাকার কিছু লোক।
দীর্ঘদিন থেকে উপজেলার ১৭টি ইউনিয়নের প্রতিটি এলাকায় কিশোরগ্যাং ও অপরাধীদের অপরাধ প্রবনতা বেড়েই চলছে। দিন দিন তারা জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকান্ডে। কিশোরগ্যাং এতটাই বেপরোয়া যে তাদের এ কর্মকান্ডের বিরুদ্ধে সাধারন মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। কেউ তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলে হতে হয় লাঞ্চিত-বঞ্চিত ও মিথ্যা মামলাসহ হামলার শিকার। আইনশৃংখলা বাহিনীর নিকট কিশোরগ্যাংদের তালিকা না থাকায় তারা বিভিন্ন অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। উপজেলার সচেতন নাগরিকরা জানান, কিশোরগ্যাং সমাজ এবং রাষ্ট্রের জন্য খুবই ভয়ংকর ও অশনি সংকেত। তারা অপরাধ পেয়ে পার পেয়ে যাওয়ায়, তারা হারিয়ে ফেলছে সম্ভাবনাময় উজ্জল ভবিষ্যৎ এবং পারিবারিক বন্ধনের শিখিলতা, পারিবারিক অনুশাসনহীনতা, ইন্টারনেটের অপব্যাবহার, বিদেশী সংস্কৃতির প্রতি আকৃষ্টতা ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারনে এ অপরাধ বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক, অনেকে অভিযোগ করে বলেন আজ পর্যন্ত কোন জনপ্রতিনিধি কোন অপরাধীর বিরুদ্ধে প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা করার দৃশ্য চোখে পড়ে নাই, বরং কিছু জনপ্রতিনিধিও তাদের সাথে বা অপকর্মে জড়িত থাকার অভিযোগ উঠে।
নাম প্রকাশে অনিচ্ছুক, এলাকা সূত্রে কিছু ঐ দলের সদস্যদের নাম যথাক্রমে- ড্রাইবার ছফুর, আরিফুল ইসলাম, মো: আলি, ড্রাইবার নাজিম্যা, গরু ও সুদী নাছির, জসিম উদ্দিন, মোজাম্মেল হক, আইয়ুব আলীসহ আরো অনেকে।
কিশোরগ্যাং সদস্যরা যথাক্রমে- গোজা গিয়াস, ইনুচ, লম্পট ফরিদের ছেলে হারুন,লুৎফর, ইয়াবা ব্যবসায়ি, জুয়াটি ও নাশকতা মামলার কারাভূক্ত প্রকাশ ইয়াবা সোলেমান, ফরমান, মামুন, বেলাল, ইসমাইল, আব্দুল করিম, আ: আলিম, গাজী শেফায়েত সহ আরো অনেকে।
সচেতন মহল প্রতিটি এলাকার জনপ্রতিনিধিদের উদ্দেশ্য বলেন, প্রতিটি এলাকার জনপ্রতিনিধিরা দলমত নির্বিশেষে কিশোরগ্যাং এর সদস্য, দালাল, ভাড়াটিয়া সন্ত্রাসী, নেশাখোর, নারী উত্যাক্তকারী, ইভটিজিং, চাঁদাবাজ ও সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধীদের তালিকা করে আইনশৃংখলা বাহিনীর নিকট জমা দিয়ে সহযোগিতা করা, আর আইনশৃংখলা বাহিনীর উচিৎ কিশোরগ্যাং ও অপরাধীদের প্রতি কঠোর আইন প্রয়োগ করা।