নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১ আরোহী নিহত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলাধীন কেরানীহাটের বাশের দোকান এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম শাকিল (১৯)। তিনি উপজেলার ঢেমশা ইউনিয়নের মজিদ কোম্পানীর বাড়ির আমির হোসেনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন- জসিম উদ্দিন নামের ১ ব্যক্তি।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মহি উদ্দিন জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলাধীন কেরানীহাটের বাশের দোকান এলাকায় চট্টগ্রামমুখী পাশাপাশি দুইটি মোটরসাইকেল সজোরে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে।
উক্ত দুর্ঘটনায় গুরুতর আহত ২জনকে স্থানীয়রা উদ্ধার করে কেরানীহাট মা-শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষনা করেন ও আহত জসিমকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হওয়ার আগেই ঘটনাস্থলের লোকজন মোটরসাইকেলটি সরিয়ে ফেলেন।
উপজেলার ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল নামের একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, একটি বিয়ে অনুষ্ঠান থেকে ৩টি মোটরসাইকেল করে তারা কেরানীহাটের দিকে আসতেছিল। এসময় কেরানীহাটের বাশের দোকান এলাকায় একটি মোটরসাইকেলের সাথে আরেকটির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।আ