সাতকানিয়ায় নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

মো: গিয়াস উদ্দিন : সাতকানিয়ায় নিখোজের ৩ দিন পর ১ বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। মৎস্য প্রজেক্ট থেকে উক্ত নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করা হয়। শনিবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জমাদার পাড়ায় এ ঘটনা ঘটে।

ওই ব্যাক্তির নাম মনির আহমদ (৭৮)। তিনি ওই এলাকার মৃত অলি মিয়া মেম্বারের ছেলে। তিনি ১ ছেলে ও ৪ কন্যা সন্তানের জনক।

সূত্রে, গত ১৫ অক্টোবর, বুধবার বিকালে তিনি নিখোঁজ হন। এদিকে, গত ১৮ অক্টোবর, শনিবার রাতে জমাদার পাড়ার পশ্চিমে মেডিখোলা নামক এলাকায় মাছের প্রজেক্টের পানিতে ভাসমান অবস্থায় তাহার লাশ পাওয়া যায়।

নিহত মনির আহমদের পরিবারের সদস্যদের ধারণা, তিনি অসতর্ক অবস্থায় পানিতে পড়ে মৃত্যবরণ করেছেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম সিদ্দিকী এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউসার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত মনির আহমদের নাতনী জামাই বেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, উনার মৃত্যুর ব্যাপারে পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় বিষয়টি আমরা থানা প্রশাসনকে অবহিত করেছি। তাই রাতেই উনাকে দাফন করা হয়েছে।

উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দীন জানান, নিখোঁজ হওয়া জমাদার পাড়ার মনির আহমদের লাশ পাওয়া গেছে খবরটি শুনার সাথে সাথে ওই স্পটে হাজির হয়ে ঘটনার বিস্তারিত জেনে থানা প্রশাসনকে খবর দিলে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্যার সহ মনির আহমদের বাড়িতে সত্যতা তদন্ত করে চলে আসি।

নিহতের পরিবারের লোকজনের কোন প্রকার অভিযোগ না থাকায় থানায় গিয়ে প্রশাসনের আইনানুগ কাজ শেষ করে ও লাশের অতিরিক্ত গন্ধ বের হওয়ায় রাত ৩ টায় জানাজা নামাজ শেষ করে দাফনকার্য সম্পন্ন করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন জানান, নিখোঁজ বৃদ্ধের পানিতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধারের ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

মন্তব্য করুন