সাতকানিয়ায় গরুর খামারে ডাকাতি, পাহারাদারকে ছুরিকাঘাত

মো: কলিম উল্লাহ : সাতকানিয়ায় একজন অবসরপ্রাপ্ত ব্যাংকারের গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটেছে।

গতরাত আনুমানিক ২ টা ১০ মিনিটে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়কুল সন্দীপ্যা পাড়া জিলানী নগর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ছদাহা মিয়া বাড়ির মরহুম মাস্টার শামসুল ইসলাম চৌধুরীর পুত্র, ব্যাংক এশিয়ার অবসরপ্রাপ্ত জোনাল হেড সাইফুল ইসলাম চৌধুরীর মালিকানাধীন গরুর খামারে উক্ত সময়ে একদল ডাকাত হানা দেয়। তারা খামারের পাহারাদার এহসান (৪৫) এর গলায় ও পিঠে ছুরিকাঘাত করে।

খামার মালিক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, “আমি শহরে আছি। গ্রামে যাচ্ছি। খবর পেয়েছি রাতে খামারে ডাকাত বা চোর ঢুকেছিল। তারা পাহারাদারকে আহত করেছে। তবে স্থানীয়রা এগিয়ে আসায় গরু লুট করতে পারেনি। আহত পাহারাদারকে কেরানিহাট আশ শেফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রশাসনকে অবহিত করা হবে।

মন্তব্য করুন