সাতকানিয়ায় ইটভাটায় অভিযান, জরিমানা

ডা: কলিম উল্লাহ : অদ্য ২৬/১২/২০২৪ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ছনখোলা এলাকায় দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিন্তা করিম।

উক্ত অভিযানে নিম্মবর্ণিত ইটভাটা সমূহের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১০) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নিম্নোক্ত দন্ড প্রদান করা হয়।

১. খাজা-৩ ব্রিকস ম্যানুঃ (KB-3)
চুড়ামণি, ছনখোলা, এওচিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।
মালিক- শাহ আলমকে -১’লক্ষ টাকা জরিমানা করেন।

২. বিসমিল্লাহ ব্রিকস (B.B.C)
ছনখোলা, এওচিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।
মালিক-হাসান লিটনকে জরিমানা-১’লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা করেন সাতকানিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

মন্তব্য করুন