
মোঃ কলিম উল্লাহ : গত ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক সাতকানিয়া উপজেলায় দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম।
উক্ত অভিযানে নিম্মবর্ণিত ইটভাটা সমূহের বৈধ কোনো কাগজপত্র দাখিল করিতে ব্যর্থ হওয়ায়, ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় পানি দিয়ে নিম্নে বর্ণিত ইটভাটাগুলির চুলার আগুন নিভিয়ে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বৈধ কাগজপত্র বিহীন ভবিষ্যতে ইটভাটা স্থাপন ও পরিচালনা করা যাবে না মর্মে কঠোর হুশিয়ারি বার্তা প্রদান করা হয়।
১. মেসার্স দরবার ব্রিকস ম্যানুফ্যাকচার (D.B.M)
মির্জাখীল, বাংলা বাজার, সোনাকানিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।
মালিকঃ মোহাম্মদ মহিউদ্দীন।
২. মেসার্স বারদোনা ব্রিকস ম্যানুফ্যাকচারিং (B.B.M)
ছোট বারদোনা, সাতকানিয়া, চট্টগ্রাম।
মালিকঃ মো. রফিকুল ইসলাম
৩. তেমুহনী ব্রিকস ম্যানুফ্যাকচারিং (T.B.M)
তেমুহনী, সাতকানিয়া, চট্টগ্রাম
মালিক: হাজী ওমর আলী
অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। এছাড়াও অভিযানকালে সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার সদস্যবৃন্দ, সাতকানিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যবৃন্দসহ উপজেলা ভূমি অফিসের কর্মচারীগণ সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়ার অভিযান অব্যাহত থাকবে।