মো: রফিক : সাংবাদিক গিয়াস উদ্দিনের মামলায় আজ চার্জ গঠন দিন ধার্য্য ছিল। উক্ত মামলায় মোট আসামী ছিল ৯জন। সূত্রে, পূর্বে এলাকার বিভিন্ন অপকর্ম নিয়ে অপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করে। উক্ত সংবাদ প্রকাশ করায় আসামিরা গিয়াস উদ্দিন থেকে চাঁদাবাজরা চাঁদা দাবি করে। গিয়াস উদ্দিন চাঁদা না দিলে আসামীগণ ক্ষিপ্ত হন। এক পর্যায়ে নিজ মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ডুকে চাঁদাবাজরা গিয়াস উদ্দিন ও প্রতিষ্ঠানে হামলা করে আহত ও ভাংচুর করে।
এ ব্যাপারে গিয়াস উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১টি মামলা করে। যার নং- ৩৮৮/২০২২ইং। মামলার আসামীরা হলেন- ১। মো: আইয়ুব, মো: আলী, রিয়াজ, রিজভী, আরিফুল ইসলাম, মিনহাজুর রহমান, হারুন ড্রাইবার, আব্দুল আজিজ ও আরেফা বেগম।
সূত্রে আরো জানাযায়, আজ মাননীয় আদালতে মো: আলী, মিনহাজুর রহমান ও আরেফা বেগম উপস্থিত ছিলেন। আইয়ুব ও আবদুল আজিজ পলাতক থাকায় ২জনের বিরুদ্ধে পূর্বে থেকে ওয়ারেন্ট ছিল। অন্যদের বিরুদ্ধে আজ আদালত গ্রেফতারি পরোয়ানার এই আদেশ দেন।