
সাংবাদিকতার সর্বশেষ ধরন, ধারণা ও প্রবণতা সর্ম্পকে বর্ণনা ও অনুপুঙ্খ বিশ্লেষণ রয়েছে সাংবাদিকতা অফলাইন অনলাইন গ্রন্থে। সমন্বিতভাবে সংবাদ উৎপাদন করে অর্থ উপার্জনের সৃজনশীল পথ, পন্থা, কৌশল ও ব্যবসা মডেল-এর ধারণা রয়েছে। সংবাদ অর্থনীতি, পঞ্চ-ই সাংবাদিকতা অর্থাৎ পরীক্ষামূলক সাংবাদিকতা, বাস্তব অভিজ্ঞতাসৃজনী সাংবাদিকতা, ব্যাখ্যামূলক সাংবাদিকতা, আবেগঘন সাংবাদিকতা এবং মিতব্যয়ী সাংবাদিকতা প্রভৃতি ধারণার উল্লেখ রয়েছে। সংবাদ কাহিনী বর্ণনার ট্রান্সমিডিয়া ও ক্রসমিডিয়া গল্পকথন, সাংবাদের নতুন সংজ্ঞায়ন, সমন্বিত সংবাদকক্ষ, এবং বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমের উদ্ভাবনসমূহও উপস্থাপন করা হয়েছে এ গ্রন্থে। পাশাপাশি নতুন ধরনের সাংবাদিকতা ‘সমাধানকেন্দ্রিক সাংবাদিকতা’, ‘ইমবেডেড জার্নালিজম’ এবং ‘সংবাদ সংস্থা সাংবাদিকতা’ সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সাংবাদিকদের বেতন-ভাতা, সাংবাদিকতা পঠন-পাঠন ও পেশা, সাংবাদিকরা কোথায় প্রবেশ করতে পারে বা কোথায় পারে না তার আইনিগত বর্ণনা রয়েছে গ্রন্থে। রয়েছে সংবাদপত্র প্রতিষ্ঠাবার্ষিকীর আধেয়, সংবাদপত্রের মর্গ ও শ্রম-ফিচার সর্ম্পকে বিশ্লেষণ। সংবাদ মাধ্যমসমূহের জন্য প্রণীত সকল নীতিমালা রয়েছে। উন্নয়ন যোগাযোগের তত্ত্বসহ বাংলাদেশে উন্নয়ন যোগাযোগের অবস্থা এবং উন্নয়নে গণমাধ্যমসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমের ভূমিকার পর্যালোচনাও করা হয়েছে এই গ্রন্থে।
.
লেখক পরিচিতি:
মাহামুদুল হক একজন শিক্ষক, সাংবাদিক, গবেষক, লেখক, প্রশিক্ষক ও পলিসি পরামর্শক। বর্তমনে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপনা করছেন। শিক্ষকতায় যোগদানের পূর্বে তিনি ছিলেন ডেইলি স্টারের মেট্রো এডিটর। এর আগে তিনি সংবাদ সংস্থা ইউএনবিতে সহ-সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। যুক্তরাজ্যের এনজিও সিসিএ ও সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটি’র গবেষকও ছিলেন। সাংবাদিকতায় নতুন ধারণার উদ্ভাবন, ধারণায়ন ও পরিচিতকরণে তিনি কাজ করে চলেছেন। ২০০৬ সালে প্রতিষ্ঠিত অনলাইন সংবাদমাধ্যম ‘মিডিয়া ফর মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক ছিলেন। এময় তিনি ‘ভার্চুয়াল সংবাদকক্ষ’ তৈরি করে অনলাইনে সংবাদ ব্যবস্থাপনা, সম্পাদনা ও বিতরণের নজির স্থাপন করেন। তিনি জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য। দেশি-বিদেশি গবেষণামূলক জার্নাল ও গণমাধ্যমে তাঁর প্রায় ২০০টি প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা, ইউএসএসহ বেশকিছু দেশে কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং সঞ্চালক হিসেবে দায়িত্বও পালন করেছেন। সহ-সম্পাদকসহ প্রায় এক হাজর সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। জাতিসংঘের সংস্থা ইউএনডিপি’র ব্যাবসা ও মানবাধিকার সংক্রান্ত জাতীয় পরামর্শকসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার পরামর্শক হিসেবে কাজ করেছেন।
.
বই : সাংবাদিকতা : অফলাইন অনলাইন
লেখক : মাহামুদুল হক
পৃষ্ঠা : ২৪৮
মুদ্রিত মূল্য : ৫৫০ টাকা
বিক্রয় মূল্য : ৪৬০ টাকা
.
সাংবাদিকতায় আগ্রহী? কাজ করতে চান। কোনাে দৈনিক অথবা সাপ্তাহিক পত্রিকায়? কিন্তু কীভাবে পত্রিকার সঙ্গে যুক্ত হবেন সে বিষয়ে ধারণা নেই! তাহলে সাহায্য নিন ‘সংবাদ ও সাংবাদিকতা’ বইটির।
পত্রিকা থেকে বলেছে সিভি পাঠাতে, কিন্তু আপনি বিপাকে পড়েছেন সিভি লিখতে গিয়ে! আপনার জানা নেই কীভাবে আধুনিক সিভি লিখতে হয়। সহজে সিভি লেখার নিয়ম-কানুন শিখে ফেলুন ‘সংবাদ ও সাংবাদিকতা’ বই থেকে।
.
নতুন সাংবাদিকতা শুরু করেছেন। ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করে সংবাদ লিখতে বসেছেন। তবে সংবাদটা ঠিক কেমন করে লিখলে ভালাে হতাে বুঝে উঠতে পারছেন না। তাহলে আপনার জন্যেই ‘সংবাদ ও সাংবাদিকতা’ বইটি।
.
অনলাইন সাংবাদিক হবার ইচ্ছা? অনলাইন সাংবাদিক হতে হলে কী কী যােগ্যতা থাকা দরকার তা কি জানেন? অনলাইন সাংবাদিকতার সব কলাকৌশল জানতে হাতের কাছে রাখতে পারেন ‘সংবাদ ও সাংবাদিকতা’ বইটি।
.
ফিচার নিউজ, ফটো নিউজ, ক্রাইম নিউজ, ইনভেস্টিগেটিভ নিউজ, এক্সক্লুসিভ নিউজ, ডেইলি নিউজসহ সবধরনের নিউজ লেখার নিয়মনীতি, টেলিভিশন সাংবাদিকতা, মফস্বল সাংবাদিকতা, সাংবাদিকতার নীতিমালা ও পরিভাষাসহ কর্মক্ষেত্রের প্রয়ােজনীয় বহু বিষয় সন্নিবেশিত হয়েছে ‘সংবাদ ও সাংবাদিকতা’ বইটিতে।
.
বই : সংবাদ ও সাংবাদিকতা
লেখক : খালিদ হাসান বিন শহীদ
পৃষ্ঠা : ২৪০
মুদ্রিত মূল্য : ৫০০ টাকা
বিক্রয় মূল্য : ৪৩০ টাকা
.
বইগুলো অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুন।
https://bookpointbd.com/book/journalism-package
.
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
.
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588