
খবর ডেস্ক :
পৃথিবীর সাথে তাল মিলিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হতে সারাদেশে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। তারই ধারাবাহিকতায় মহেশখালীতে চলছে নজির বিহীন উন্নয়ন কর্মযজ্ঞ। মহেশখালীর সার্বিক উন্নয়নের তথ্য তুলে ধরে কক্সবাজার-২, মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন, বর্তমান সরকার মানুষের জীবনমান ও শিক্ষার উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করে চলেছে।
মহেশখালীর প্রত্যন্ত এলাকায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারের উন্নয়নের ছোঁয়ায় আলোকিত অঙ্গন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। দুর্যোগ মোকাবিলা ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের ধারণা থেকে গড়ে তোলা হচ্ছে সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয় ভবন।
৯ ফেব্রুয়ারী (শুক্রবার) দুপুর ১ টার সময় মহেশখালী উপজেলার কালারমারছড়া উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের মাঠে এসএসসি পরীক্ষার্থীদের নবীর-বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসানুল আবেদীন চৌধুরী (শুভ) সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলমের সার্বিক পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ দাতা সদস্য চট্টগ্রাম ডিবি পুলিশের ওসি হেলাল উদ্দিন ও মহেশখালী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মোশতাক আহমদ।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাতারবাড়ী মজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলভী ইদ্রিস ফারুকী, উপজেলা আওয়ামীলীগের নেতা হাসান বশির, মাস্টার জেমসেন বড়ুয়া, মাস্টার মীর হোছাইন, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান আরিফ, যুবলীগ নেতা আজিজুল হাসান রনি, শ্রমিক নেতা হেলাল উদ্দিন প্রমূখ। বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও পরিচালনা পর্ষদ দাতা সদস্য চট্টগ্রাম ডিবি পুলিশের ওসি হেলাল উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশেক উল্লাহ রফিক এমপির হাত উচিঁয়ে তুলা এমন একটি হাতের আলপনা আঁকা চমৎকার ছবি আয়না বেঁধে উপহার হিসাবে দিয়েছেন আশেক উল্লাহ রফিক এমপির হাতে।
আমাদের আশেক, তাকে আপনাদের হাতেই তুলে দিলাম। ’ মাতারবাড়িতে নির্বাচনে আগে এক জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেছিলেন আশেক কে দিয়ে গেলাম আপনাদের হাতে।
অপরদিকে বিদায় ও নবীন বরণ সংবর্ধনা অনুষ্টান শেষে প্রধান অতিথি আশেক উল্লাহ রফিক এমপি স্কুলের ভবনে মরহুম আহমদ হোছাইন গ্রন্থগার ফিতা খেটে উদ্বোধন করেন।