নিজস্ব প্রতিবেদক: রামুতে উপজেলা পর্যায়ের বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
রামু উপজেলা পরিষদের স্বপ্ননিবাস মিলনায়তনে
২০২৩-২৪ অর্থ বছরের দিন ব্যাপী কর্মশালা রামু উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার ১০ জুন সকালে আয়োজিত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু থানা অফিসার ইনচার্জ ওসি আবু তাহের দেওয়ান।
অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, ধর্মীয় প্রধান, মসজিদের ইমাম, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্নস্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার বলেন, সমাজসেবার মাধ্যমে জনগণ বিভিন্ন সেবা পাচ্ছেন পাশাপাশি সমাজসেবা অফিস থেকে ক্ষুদ্রঋণ নিয়ে নিজেদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য সরকার অনেক সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন।সরকারের মহতী আয়োজনে অবহেলিত মানুষ আজ নিজেদের পায়ের উপর ভরকরে দাড়িয়েছেন। তাই সরকারের দেওয়া সুযোগ সুবিধা গুলো নিয়ে পূনরায় ঋন ফেরত প্রদান করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এসময় সমাজসেবাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।