সচিবালয়ে কর্মচারীদের আগামীকালের আন্দোলন স্থগিত

ডেস্ক : সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীদের আগামীকালের আন্দোলন স্থগিত করা হয়েছে।

আন্দোলনকারীদের দাবিগুলো বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হবে।

২৭ মে মঙ্গলবার বিকেল ৪টায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, আমরা আলোচনা করেছি। ওনাদের (আন্দোলনকারী) কথাগুলো শুনেছি। আগামীকাল মন্ত্রিপরিষদ সচিবকে বিষয়গুলো জানাবো।

এদিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো.বাদিউল কবীর জানান, আগামীকাল কর্মসূচি স্থগিত থাকবে।ই

মন্তব্য করুন