সকল বাতিল মোকাবেলায় মুসলমানদের সতর্ক থাকতে হবে- মাহফিলে পীর সাহেব

আজ বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন

নিজস্ব প্রতিনিধি : সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে সকল বাতিল মোকাবেলায় আমাদের সতর্ক থাকতে হবে। দেশি বিদেশি সকল অপশক্তি মুসলমানদের বিভক্ত করে সুকৌশলে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মিডিয়া। ইজরায়েলের মদদপুষ্ট কথিত কিছু শায়েখ প্রতিনিয়ত মিডিয়ার মাধ্যমে ভুল বক্তব্য দিয়ে মুসলমানদের ঈমান আক্বিদা বিনষ্ট করছে।

মনে রাখবেন এই দেশের মুসলমান আল্লাহর ওলীদের মাধ্যমেই মানুষ সঠিক পথের পথিক হয়েছে। যে পথকে আল্লাহ কুরআনে সিরাতে মুস্তাকিম বলে ঘোষণা করেছেন। পৃথিবীর ইতিহাসে ইসলামের ক্রমধারায় আজ পর্যন্ত দ্বীন ও ঈমানের মজবুত পাহারাদার হয়ে যারা কাজ করেছেন তারা হক্কানি আল্লাহর ওলীগণ। বাংলাদেশের প্রেক্ষাপটেও এর ব্যতিক্রম চিন্তা করে কোন শক্তি টিকে থাকতে পারেনি।

গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলের প্রথম দিন দরবারের পীর মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী তার নসিহতে এসব কথা বলেন।

গতকাল বাদ জুমা শুরু হয় দুই দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের কার্যক্রম আজ শনিবার বাদ ফজর পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনীত বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়। সারারাত ব্যাপী মাহফিলে মূল্যবান আলোচনা পেশ করেন পীরজাদা মাওলানা সৈয়দ জাকারিয়া আহমদ আল-হোসাইনী, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার হেড মুফতি মাওলানা মুফতি ওসমান গনি ছালেহী, ঢাকার দারুল হাবীব মাদ্রাসার মুহতামীম ড. মাওলানা আনোয়ার হোসাইন সাইফী, অধ্যক্ষ মাওলানা নেসার আহমদ চাঁদপুরী, মাওলানা জামিল আহমদ যুক্তিবাদী, মাওলানা হুমায়ুন কবির মাছুমী, মাওলানা সৈয়দ সালমান ফার্সি, মাওলানা আক্তারুজ্জামান শাহ্ মাছুমী প্রমুখ। আজ ১৫ ফেব্রয়ারী শনিবার মাহফিলের শেষ দিন। তা’লীম তারবিয়াত, জিকির আযকার ও ওয়াজ নসিহত পেশ করবেন দেশ বরেণ্য পীর মশায়েখ এবং আলেম ওলামাগণ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।ই

মন্তব্য করুন