
ডেস্ক : জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষের ঘটনায় শেরেবাংলা নগর থানায় ৪টি মামলা করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মামলা করা হয়। এসব মামলায় অজ্ঞাতপরিচয় ৯০০ জনকে আসামি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন্ পুলিশ (ডিএমপি)’র তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান শনিবার বলেন, জাতীয় সংসদ ভবন এলাকাটি সংরক্ষিত অঞ্চল। সেখানে জোর করে ঢুকে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ৪টি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতপরিচয় ৯০০ জনকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভের পর শুক্রবার সকালে প্রাচীর টপকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নিয়েছিলেন শতাধিক ব্যক্তি। নিজেদেরকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেয়া ওই ব্যক্তিদের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা বোঝানোর পরও তারা সরছিলেন না।
একপর্যায়ে শুক্রবার দুপুর সোয়া ১ টার দিকে পুলিশ এ্যাকশনে গেলে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা বেশ কয়েংকটি গাড়ি ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।আ