
মোঃ কলিম উল্লাহ, প্রতিনিধি : অদ্য ১৭/০২/২০২৫ তারিখ সন্ধ্যায় এওচিয়া ইউনিয়ন এর ছনখোলায় পাহাড় কর্তনের সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম।
সরেজমিনে পাহাড় কর্তনের অভিযোগের সত্যতা পাওয়া যায়। KB3 ব্রিক ফিল্ডের ম্যানেজার অধির চৌধুরী(৬৫), পিতা: মৃত সচীন্দ্র চৌধুরী, সাং- চন্দনাইশ, ব্রিক ফিল্ডের মালিক কর্তৃক উক্ত পাহাড় কর্তনের বিষয়টি নিশ্চিত করেন। উক্ত অভিযোগের সত্যতা পাওয়ার ম্যানেজার কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং একই সাথে পরিবেশ অধিদপ্তর এর পরিদর্শক জনাব মইনুদ্দীন ফয়সাল কে ব্রিক ফিল্ডের মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর এর পরিদর্শক, সাতকানিয়া থানার পুলিশ সদস্য বৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়ার অভিযান অব্যাহত থাকবে।