ষাটের দশকের ফুটবলার অমলেন্দু বিকাশ বড়ুয়া’র অনিত্য সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান : পটিয়া উপজেলাধীন তেকোটা গ্রামের কৃতী সন্তান, ষাটের দশকের ফুটবলার, বিশিষ্ট সমাজসেবক তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অমলেন্দু বিকাশ বড়ুয়া’র অনিত্য সভা চট্টগ্রাম বৌদ্ধ বিহার এবং নিজ গ্রামের সদ্ধর্ম বিকাশ বিহার প্রাঙ্গণ যথাযথ ভাবগাম্ভীর্যে সুন্দর সুচারুভাবে পুষ্পে সজ্জিত আলং এ ফুটবল দিয়ে বিদায় জানানো হয়।
চট্টগ্রাম বৌদ্ধ বিহারে গত ১১ সেপ্টেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত অনিত্য সভায় সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির।

এসময় উপস্থিত ছিলেন- আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাস্থবির, ড.সুমনপ্রিয় মহাস্থবির, প্রিয়বোধি স্থবির, জয়জ্যোতি স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির। ধর্ম দেশক ছিলেন স্বরূপানন্দ ভিক্ষু। আরও উপস্থিত ছিলেন সংঘরতন মহাস্থবির, সুমনপ্রিয স্থবিরসহ মহান পূজনীয় ভিক্ষু সংঘ।
সংগঠক সরিৎ চৌধুরীর সঞ্চালনায় স্মৃতিচারণ করেন অধ্যাপক প্রকৌ: মৃনাল কান্তি বড়ুয়া, প্রকৌ: বিজয় শংকর তালুকদার, মিলু বড়ুয়া, অধ্যাপক ডাঃ পরিতোষ বড়ুয়া, নিবেদিতা বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা রূপায়ন বড়ুয়া, এ্যাড: সুজন বড়ুয়া, লোকপ্রিয় বড়ুয়া প্রমূখ।

দ্বিতীয় অনিত্য সভা গতকাল ১২ সেপ্টেম্বর শুক্রবার দুপুর দুইটায় তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন করল সুমঙ্গল বিহারের অধ্যক্ষ সোমানন্দ মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির। উদ্বোধন করেন তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের অধ্যক্ষ শরণসেন মহাস্থবির। ধর্ম দেশক ছিলেন স্বরূপানন্দ ভিক্ষু।

এসময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেবপ্রিয় বড়ুয়া, লায়ন ডাঃ মৃদুল বড়ুয়া চৌধুরী, শৈবাল বড়ুযা, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিক আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা বলরাম চৌধুরী, প্রকৌ: উজ্জ্বল বড়ুযা, অধ্যাপক অরূপ বড়ুযা, সরিৎ চৌধুরী সাজু, ক্যানেডাম চৌধুরী, সুবীর বড়ুযা, শিক্ষক জিনপ্রিয় বড়ুযা, প্রকৌ: তুষার বড়ুযা, প্রকাশ বড়ুযা সুশীল, রাহুল বড়ুযা, সৈকত তালুকদার, প্রনব বড়ুয়া, শিক্ষক শহিদুল ইসলাম, লায়ন সবুজ বড়ুযা, অনিমেষ বড়ুযা, শিক্ষক প্রতাপ বড়ুয়া। পারিবারিক পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন শুভাশীষ বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন বিকাশ বড়ুয়া। অনিত্য সভা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জুয়েল বড়ুয়া।

অনিত্য সভায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্প এবং ব্যানার দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সকল জ্ঞাতিস্বজন ও আত্মীয় পরিজন তেকোটা গ্রামের কীর্তিমান ফুটবলার অমলেন্দু বিকাশ বড়ুয়া’র পারলৌকিক সদ্গতি, সুখ শান্তি কামনায় পুণ্যদান করেন। শেষে পারিবারিক শ্মশানে দাহকায্য সুসম্পন্ন করা হয়।

মন্তব্য করুন