অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গাজিয়াবাদে তাকে অভ্যর্থনা জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেটাই প্রথম নয়। তারপর একাধিকবার শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন অজিত দোভাল। ভারতের নিরাপত্তা ও কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গেও শেখ হাসিনার কথা হয়েছে। তবে সেসব বৈঠকে কী আলোচনা হয়েছে তা পরিষ্কার নয়। অনলাইন আনন্দবাজার পত্রিকা এ খবর দিয়েছে। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে কঠোর নিরাপত্তায় অবস্থান করছেন। তবে তার অবস্থানস্থল প্রকাশ করা হয়নি। এ বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করছে ভারত।মা