
নিজস্ব প্রতিনিধি : পটিয়াস্থ উত্তর ছনহরা গাজী ভাণ্ডার ছনহরাভী শাহী পাক দরবার শরীফ গাউছিয়া ছৈয়দিয়া দুলামিয়া কাসেম মঞ্জিল খানকায়ে কাদেরিয়া চিশতিয়া মাইজভাণ্ডারীয়া মোখলেছিয়া শাহ গাজী আউলিয়ার প্রতিষ্ঠাতা ও নলন্দা ছৈয়দ ভাণ্ডার দরবার শরীফের খলিফা মহান সুফি সাধক হযরত শাহ সুফি গাজী মোহাম্মদ আবদুল কাসেম আল ছনহরাভী আল ছৈয়দী খিতাবছড়ি আল মাইজভাণ্ডারী গত ২২ মাঘ ৬ সাবান রোজ বুধবার রাত ১২.২৫ মিনিটে বেছালে হক লাভে ধন্য হন। পরদিন বাদে জোহর নামাজের পর উত্তর ছনহরা বাইতুল ইকরাম জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে নলন্দা ছৈয়দ ভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহাজাদা ছৈয়দ এনায়েতুল রহমান আল মাইজভাণ্ডারীর ইমামতিতে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ছনহরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রশিদ দৌলতিসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সুন্নি-অলিপ্রেমিক কাসেম প্রেমিক আশেকানে মাইজভাণ্ডারীগণ নিজ প্রতিষ্ঠিত গুলশানে খিতাপছড়ি ছনহরাভী করবস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এতে শোক প্রকাশ করেন আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছৈয়দ ভাণ্ডার দরবার শরীফ কেন্দ্রীয় কমিটি।
জমিয়তে আশেকানে মাইজভান্ডারী যুব ফোরাম পটিয়া শাখা, বাইতুল ইকরাম জামে মসজিদ মহল্লাবাসী, ইত্তেহাদ ওলামায়ে গাউসুল আজম মাইজভান্ডারী দক্ষিণ জেলা, জমিয়তে গোলামানে রসূল (দ.), আশেকানে আউলিয়া বাংলাদেশের অঙ্গসংগঠন, হযরত গাজী শাহ (ক.) খেদমত পরিষদ, আঞ্জুমানে গাউছিয়া মাইজভান্ডারী শাহ এমদাদিয়া ছনহরা শাখা, আঞ্জুমান এ গাউছিয়া মোত্তাবেয়িনে গাউছে মাইজভাণ্ডারী পটিয়া শাখা, আঞ্জুমানে মুহিবানে চিশতিয়া কামালিয়া বাংলাদেশ, আঞ্জুমানে তৌহিদ বতোফায়লে রশীদ পটিয়া শাখাসহ আরো বহু সংগঠন সমূহ দিনরাতব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বড় মিঞা গাজী মুহাম্মদ আনোয়ার হোসেন ছনহরাভী, মেজ মিঞা গাজী মুহাম্মদ গোলাম হোসেন ছনহরাভী, ছোট মিঞা গাজী মুহাম্মদ জেবল হোসেন ছনহরাভী, শাহাজাদাগণের আয়োজনে পবিত্র চেহলাম শরীফ আগামী ১৮ মার্চ ৪ জৈষ্ঠ্য ১৮ রমজান মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
উক্ত চেহরাম শরীফে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন অত্র দরবারের সাজ্জাদানশীন গাজী মুহাম্মদ আবদুল খালেক ছনহরাভী আস ছৈয়দী খিতাবছড়ি আল মাইজভাণ্ডারী (ম.)।