
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দীনকে চট্টগ্রাম শহরের একটি আবাসিক হোটেল থেকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে আনুমানিক ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নগরের রিয়াজুদ্দিন বাজার এলাকার সফিনা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাঁকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।
তিনি বলেন, তার বিরুদ্ধে ছাত্র জনতার উপর হামলা, ভাঙচুর মামলাসহ অসংখ্য মামলার তিনি এজাহারভুক্ত আসামি, এছাড়াও কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরো বেশ কিছু মামলা রয়েছে। আটক পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।আ