নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ মুবিন নামের ১ যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটকৃত যুবক উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন এর (২নং)ওয়ার্ড হাজিপাড়া কামাল উদ্দিন এর পুত্র মোঃ মুবিন (১৯)।
থানা সূত্রে জানা যায়, আটক যুবকের কাছ থেকে (১৭পিস) ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে থাকবে। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে ।