নিজস্ব প্রতিনিধি: লোহাগাড়া উপজেলা তেওয়ারিহাট বাজারের রাত সাড়ে নয় টার দিকে, তিন পুলিশ সদস্য পরিচয় দিয়ে লিচু দোকান এবং কাঁচাবাজারে মেট্রোপলিটন পুলিশ দাবি করে লিচু দোকান থেকে ১৪৫০ টাকা চাদাঁ চাই, সে সময়ে সন্দেহ হলে পদুয়া শ্রমিক নেতা ঈসমাইল কে খবর দেয়, তখন ঘটনা টি লোহাগাড়া থানা কে অবহিত করা হয়। তখন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এস,আই পারভেজ সহ ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে। এবং তাদের জিজ্ঞেসা বাদ করে আটক করে লোহাগাড়া থানা নিয়ে আসে।
তাদের ঠিকানা কেউচিয়া শান্তি নগর।
বর্তমান ঠিকানা বহদ্দার বাড়ীর সিটি কর্পোরেশন মৃত্যু আব্দুসাত্তারর ছেলে মোজাম্মেল হক (৩৪) তার ছোট ভাই মহিউদ্দিন, বহদ্দারহাট এলাকার ইদ্রিসের ইলিয়াস বাবুল (৫৪)। এরিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে থানায় রাখা হয়েছে।