
নিজস্ব প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের লোহাগাড়ায় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি আমিনুল ইসলাম ইমন (২৬)কে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১শে ডিসেম্বর) উপজেলার বড়হাতিয়া মনুফকির হাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক হওয়া আমিনুল ইসলাম ইমন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আমতলী এলাকার আলতাফ মিয়ার পুত্র।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ রবিউল আলম খান সাংবাদিকদের বলেন, আটক আমিনুল ইসলাম ইমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় লোহাগাড়া থানায় দায়েরকৃত মামলা নাম্বার-১৪- ১২/২৪ এর আসামি। তাঁকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আগামীকাল বিজ্ঞ আদালতে পাঠানো হবে।আ