লোহাগাড়ায় বাসের ধাক্কায় সাতকানিয়ার রাকিবের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ১ কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ রাকিব (২৪)। সে সাতকানিয়া উপজেলা ঢেমশা ইউনিয়নের হাজারখীল এলাকায় নুরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক দশটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পদুয়া সুইস পার্ক কমিউনিটি সেন্টার এর সামনে লোহাগাড়া অভিমুখী দ্রুতগামী ঈগল পরিবহন বাসের ধাক্কায় গুরুতর আহত হন রাকিবসহ অপর আরোহী মোহাম্মদ আরিফ।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ২জনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত মোহাম্মদ আরিফকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ রায়হান উদ্দিন সাংবাদিকদের বলেন, গুরুতর আহত অবস্থায় ২জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছার পূর্বেই রাকিবের মৃত্যু হয়। আহত মোহাম্মদ আরিফের অবস্থাও গুরুতর, তার অন্ডকোষের পাশের ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, মেরুদণ্ডে আঘাত পেয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমার মোবাইলে কল দিলেও সংযোগ পাওয়া যায়নি।

মন্তব্য করুন