নিজস্ব প্রতিনিধি : লোহাগাড়ায় এক ইউপি সদস্যকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। উক্ত ইউপি সদস্য হচ্ছে কলাউজান ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মাহমদুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে একই ওয়ার্ডের ডাক্তার পাড়ার আবদুস ছালামের পুত্র শাকিল নামে ১ যুবক ইউপি সদস্য মাহমুদুল হকের বাইক গতিরোধ করেন। এ সময় মাহমুদুল হকের বাইকের পেছনে থাকা একই ওয়ার্ডের ধইল্যা বাপের পাড়ার কবির আহমদের পুত্র জকরিয়াকে নামিয়ে দিতে বলেন। ইউপি সদস্য বাধা দিলে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন শাকিল। আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত শাকিল ঘটনাস্থল ত্যাগ করেন।
ইউপি সদস্য মাহমুদুল হক বলেন, প্রতিবেশী জাকারিয়াকে বাইকের পেছনে নিয়ে ইউপি কার্যালয় থেকে বাড়ি যাচ্ছিলাম। এ সময় জাকারিয়ার কাছ থেকে অভিযুক্ত শাকিল চাঁদা দাবি করে এবং বাইক থেকে জাকারিয়াকে নামিয়ে দিতে বলে। বাধা দিলে শাকিল আমাকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে শাকিলের পিতাকে ফোন করে তার ছেলেকে নিয়ে যাবার জন্য বললে তিনি এসে নিয়ে যাবার কিছুক্ষণ পর পুনরায় দা নিয়ে ঘটনাস্থলে আসে নেশাগ্রস্ত শাকিল।
ঘটনার ব্যাপারে জানতে অভিযুক্ত শাকিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব না হওয়ায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
কলাউজান ইউপির প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টো সাংবাদিকদের জানান, ইউপি সদস্য মাহমুদুল হক বিষয়টি তাকে অবগত করেছেন। ঘটনার ভিডিও ফুটেজ সেনাবাহিনী ও থানা পুলিশকে দিয়ে মৌখিকভাবে জানানো হয়েছে বলে জানান তিনি।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।আ